উল্টে দাও চেনা জগৎ!

চারপাশে সোজা সোজা সব জিনিস দেখতে একঘেয়ে লাগছে? মাথার ওপর আকাশ কিংবা ধড়ের ওপর মুণ্ডখানা দেখতেও আর ভাল্লাগছে না? তাহলে জোগাড় করে ফেলো একটা লেন্স আর উল্টে দাও চারপাশের পৃথিবীটাকে!

যা যা প্রয়োজন

  • উত্তল লেন্স

  • কালো কাগজ

  • ঢাকনাসহ কাগজের বক্স

  • ট্রেসিং পেপার

  • টেপ

কী করতে হবে

প্রথমে একটা কালো রঙের কাগজ গোল করে মুড়িয়ে নল তৈরি করে নলের এক মাথায় একটা উত্তল লেন্স সেট করো।

এবার ১২ ইঞ্চি দ্ধ ১০ ইঞ্চি দ্ধ ৮ ইঞ্চি মাপের একটা কাগজের বক্সের এক দিকের দেয়ালের প্রায় পুরোটা চার কোনা করে কেটে ফেলো, আর ঠিক উল্টো পাশের দেয়ালে লেন্সের মাপে গোল একটা ছিদ্র করে নাও।

এবার যে পাশের দেয়ালটা চার কোনা করে কেটে ফেলেছ, সেখানে টেপ দিয়ে ট্রেসিং পেপার লাগিয়ে দাও, আর উল্টো পাশের দেয়ালের ছিদ্রটা দিয়ে প্রথমে বানানো নলটা ঢুকিয়ে দাও।

ব্যস! তৈরি হয়ে গেল পৃথিবীকে উল্টে দেওয়ার যন্ত্র! চারপাশের আলো এসে পড়বে লেন্সের ওপর, নলের মধ্য দিয়ে সে আলো এসে পড়বে ট্রেসিং পেপারের দেয়ালে। সেখানে দেখবে কেমন ওপরে সবুজ ঘাস আর নিচে নীল আকাশের মাঝখানে উল্টো হয়ে হেঁটে বেড়াচ্ছে তোমার বন্ধুরা!

রহস্যভেদ

চারপাশ থেকে আলোকরশ্মি যখন উত্তল লেন্সের ওপরে পড়ে, তখন লেন্সটা সব আলোকে একটা তলে একত্র করে ফেলে। তখন সেই তলটাতে চারপাশের একটা বিম্ব বা ছবি তৈরি হয়। একত্র করার সময় একটা মজার ঘটনা ঘটে। কোনো কিছুর ওপর দিক থেকে আসা আলোটা বেঁকে নিচের দিকে, আর নিচের দিক থেকে আসা আলো বেঁকে ওপর দিকে চলে যায়। ফলে তৈরি হয় বাস্তব, উল্টো বিম্ব এবং এভাবেই উল্টে যায় তোমার চারপাশের সবকিছু!