এ কেমন আইন? (শেষ পর্ব)

সারা বিশ্বে ছড়িয়ে আছে অদ্ভুত সব আইন। এমন সব বিষয়ের জন্য তুমি শাস্তি পেতে পারো, যা হয়তো তুমি কল্পনাও করোনি।

যুক্তরাজ্যে কোনো গণপরিবহনে উঠে চকলেট খাওয়া মেয়েদের জন্য অবৈধ ঘোষণা করা হয়েছে বহু বছর আগেই।
অলংকরণ: সব্যসাচী চাকমা
  • যুক্তরাজ্যের পরিবহন খাতের একটা আইন বলি। সে দেশে কোনো গণপরিবহনে উঠে চকলেট খাওয়া মেয়েদের জন্য অবৈধ ঘোষণা করা হয়েছে বহু বছর আগেই।

  • কেউ হয়তো মৃত্যুর জন্য অপেক্ষা করছে। কবে মারা যাবে তা তো আর জানে না সে। ভাবল জীবনের শেষ দিনগুলো ইতালির ফ্যালসিয়ানো ডি ম্যাসিকো গ্রামেই কাটাবে। তাহলেই সেরেছে। কারণ, ওই গ্রামে মৃত্যুর জন্য তাকেই দায়ী হতে হবে। স্থানীয় আইনের দৃষ্টিতে সে অপরাধীও বটে। কারণ, গ্রামটায় মৃত্যুবরণ অবৈধ! কারণ কোনো কবরস্থান নেই গ্রামটায়। মৃত ব্যক্তিদের নিয়ে কী করবে, তা নিয়ে বেশ ঝামেলায় পড়ে যায় গ্রাম কর্তৃপক্ষ। ফলে মৃত্যুবরণকেই অবৈধ ঘোষণা করে দিল তারা! মাথাব্যথা? তো কেটে ফেলো—টাইপ বুদ্ধি আরকি!

মৃত ব্যক্তিদের নিয়ে কী করবে, তা নিয়ে বেশ ঝামেলায় পড়ে যায় গ্রাম কর্তৃপক্ষ। ফলে মৃত্যুবরণকেই অবৈধ ঘোষণা করে দিল তারা!
অলংকরণ: সব্যসাচী চাকমা
  • ফ্রান্সের স্কুলের বাচ্চাকাচ্চাদের দুঃখ আরও বেশি। তারা যতই ফাস্টফুড খাক না কেন, ক্যাফেটেরিয়ায় তাদের কেচাপ দেওয়া হবে না! কেচাপ জিনিসটাই যে নিষিদ্ধ তাদের স্কুলে। আসলে প্রতি চামচ কেচাপ মানেই যেন প্রতি চামচ আমেরিকান সংস্কৃতির সংস্পর্শে আসা! ফরাসিরা আর যা–ই হোক কেচাপ খাইয়ে আমেরিকান সংস্কৃতিকে ডেকে আনতে চায় না! তাই স্কুলের ক্যাফেটেরিয়ায় নিষিদ্ধ কেচাপ।

ফ্রান্সের স্কুলের ক্যাফেটেরিয়ায় কেচাপ নিষিদ্ধ ।
অলংকরণ: সব্যসাচী চাকমা
আরও পড়ুন
  • অনেক আইনের কথা তো শুনলে। এই লেখাটা পড়ে যখন ভাবছ একটু ফেসবুকে গিয়ে দু–একটা আইন পোস্ট করবে, তখন জেনে রেখো, মিয়ানমারে ইন্টারনেট ব্যবহারের জন্য নিজস্ব মডেম থাকলে তোমাকে যদি জেলেও ভরা হয়, তবু তোমার কিন্তু বলার কিছুই থাকবে না! তাদের আইনে তুমি অপরাধী!

মিয়ানমারে ইন্টারনেট ব্যবহারের জন্য নিজস্ব মডেম থাকলে তোমাকে যদি জেলেও ভরা হয়, তবু তোমার কিন্তু বলার কিছুই থাকবে না!
অলংকরণ: সব্যসাচী চাকমা
  • আচ্ছা, আমার কথাই ধরো। পড়তে বসব সন্ধ্যায়। কাল পরীক্ষা। বাতি জ্বালাতে সুইচে চাপ দিতে গিয়েই বুঝলাম বাল্ব আর বাল্ব নেই। ফিউজ হয়ে গেছে। দৌড়ে গিয়ে ৩০০ টাকার বাল্ব ১০০ টাকায় কিনে আনতে যাচ্ছিলাম। সঙ্গে সঙ্গে বাহবা দিচ্ছিলাম নিজেকেই। ভাগ্যিস বাংলাদেশে জন্ম নিয়েছিলাম! অস্ট্রেলিয়ায় জন্মালে এই সামান্য বাল্ব বদলানোর জন্য আমাকে ইলেকট্রিশিয়ানের কাছে যেতে হতো। অন্তত তাদের আইনে তেমনই নির্দেশ দেওয়া আছে। তা–ও যে সে ইলেকট্রিশিয়ান নয়। একমাত্র লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়ানই পারবে বাল্ব বদলাতে। আমার বাসার আশপাশে আবার কোনো ইলেকট্রিশিয়ান নেই। নিজের ঘরের বাল্ব নিজে বদলানোর অপরাধে আর যা–ই হোক শাস্তি পেতে হবে না।

অস্ট্রেলিয়ায় একমাত্র লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়ানই পারবে বাল্ব বদলাতে
অলংকরণ: সব্যসাচী চাকমা