এক কথা দুবার, কোক এবং অন্যান্য

অলংকরণ: রেহনুমা প্রসূন
  • বস: আমি যখন কোনো কথা বলি, মনোযোগ দিয়ে শুনবে। কারণ আমি এক কথা দুবার বলি না।
    কবির সাহেব: কী বললেন, স্যার?
    বস: বললাম, আমি যখন কোনো কথা বলি, মনোযোগ দিয়ে শুনবে। কারণ আমি এক কথা দুবার বলি না!

  • ট্রেন ফেল করে স্টেশনে বসে আছে স্বামী-স্ত্রী।
    স্বামী: আসার সময় তুমি যদি সাজগোজে এত দেরি না করতে, তাহলে এ ট্রেনটা মিস করতে হতো না।
    স্ত্রী: তুমিও যদি এ ট্রেনটা ধরার জন্য এত তাড়াহুড়ো না করে আসতে, তাহলে পরের ট্রেনের জন্য এতক্ষণ বসে থাকতে হতো না।

অলংকরণ: সব্যসাচী চাকমা
  • দোকানদার: ভাই, কী নিবেন?
    আরিফ: কোক দেন ২ লিটার।
    দোকানদার: এই নেন।
    আরিফ: থাক, থাক, কোক নিব না। এইটার বদলে ফ্যান্টা দেন।
    দোকানদার: আচ্ছা, এই নেন ফ্যান্টা।
    আরিফ টাকা না দিয়ে দোকান থেকে বের হয়ে গেল। দোকানদার পেছন পেছন দৌড়ে বের হলো।
    দোকানদার: ভাই, টাকা না দিয়া কই যান?
    আরিফ: কিসের টাকা?
    দোকানদার: ফ্যান্টা নিলেন যে?
    আরিফ: ফ্যান্টা তো কোকের বদলে নিলাম!
    দোকানদার: তাইলে কোকের টাকা?
    আরিফ: কোক তো নিই–ই নাই, টাকা দেবো কেন?

  • প্রথম বন্ধু: তুই যা আয় করিস, তাতে কি তোর চলে?
    দ্বিতীয় বন্ধু: যা আয় করি তাতে চলে না, তবে যা ধার করি, তাতে চলে যায়।

  • এক লোক তার বন্ধুদের কাছ থেকে প্রায়ই এটা-ওটা চেয়ে নিত। একদিন সে তার এক বন্ধুকে গর্ব করে বলছিল, আমার গায়ের শার্ট, প্যান্ট, জুতা, মোজা এমনকি টাইটা পর্যন্ত আমার বন্ধুদের কাছ থেকে পাওয়া। বলতে পারো, শুধু গায়ের চামড়াটাই আমার।
    বন্ধুটি তার ওপর আগে থেকেই রেগে ছিল। বলল, চামড়াটাও তোমার নয় বন্ধু, ওটা গণ্ডারের।