একমাত্র বন্ধু কিআ

অলংকরণ: রাকিব রাজ্জাক
  • প্রিয় কিআ

    আমি বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় বেড়াতে গিয়েছি। আমার এই বেড়ানোর মজার অভিজ্ঞতাগুলো তোমার এবং কিআর পাঠকদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি না যে ঠিকানাটা কী? খামের ওপর কী লিখব? আমাকে একটু ভালোভাবে বুঝিয়ে দাও।

    আর প্রতি সংখ্যায় কুইজের পাতায় লেখা থাকে, কুইজের উত্তর চাইলে সব একসঙ্গে পাঠাও, না হয় তুমি যেগুলোর উত্তর জানো, সেগুলো আলাদা কাগজে লিখে পাঠাও। এর মানে কী?

    নাফিসা আফরোজ

    অগ্রণী উচ্চবিদ্যালয়, ঢাকা

    কিআ: লেখা পাঠানোর নিয়ম পাবে এই লিংকে। যে কয়টি কুইজ ছাপা হয়, তার সবগুলোই তুমি পাঠাতে পারো। কোনোটি না পারলেও সমস্যা নেই। যে কয়টি পারো, সে কয়টিও পাঠাতে পারবে।

  • প্রিয় কিআ

    ছোটবেলা থেকেই আমার পেপার কাটিং সংগ্রহ করার খুব শখ। আমার পছন্দের বিষয়গুলো (হ্যারি পটার, লেখক-লেখিকা, মহাকাশ ও বিজ্ঞানবিষয়ক ইত্যাদি) নিয়ে তুমি যতগুলো ছবি ছেপেছ, সব কটির কাটিং আমার কাছে আশে। কিন্তু আমি আরও অনেক বেশি ছবি সংগ্রহ করতে চাই। তুমি কি আরও বেশি ছবি ছাপতে পারবে? প্লিজ?

    কাজী নুসরাত জাহান

    দশম শ্রেণি, বিকেজিসি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, হবিগঞ্জ

    কিআ: শাবাশ! শখটা দারুণ! তুমি তোমার পেপার কাটিংয়ের খাতার ছবি তুলে আমাদের পাঠিয়ে দাও। দেখি কেমন সাজিয়েছ তোমার পেপার কাটিংয়ের সংগ্রহ। চালিয়ে যাও।

  • প্রিয় কিআ

    তুমি জানো? তুমিই আমার একমাত্র বন্ধু। তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই। তোমাকে হাতে পেলে আমার মন এত খুশি হয় যে আমি বলে বোঝাতে পারব না। যখন আমার মন ভালো থাকে না, তখন তোমাকে পড়লে আমার মন ভালো হয়ে যায়। এভাবেই আমার পাশে থেকো। আর তুমিও ভালো থেকো।

    সামিন আলমাস

    সপ্তম শ্রেণি, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল, ঢাকা

    কিআ: অনেক ধন্যবাদ সামিন। খুব ভালো লাগল তোমার চিঠি পড়ে। তোমাদের পাশে আমরা আছি সব সময়। তোমরাও থেকো। শুভেচ্ছা রইল।

  • প্রিয় কিআ

    আমি শাহরিয়ার খানের খুব বড় ভক্ত। আমি চাই তুমি আবারও শাহরিয়ার খানের কমিকস ছাপো। আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আচ্ছা, আমি কি কমিকস পাঠাতে পারব কিআতে?

    মোহাম্মদ হাছিন শাহরিয়ার

    উইল্‌স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ

    কিআ: আরে, তোমার নামও দেখি শাহরিয়ার! এই না হলে ভক্ত! তুমি একটা দাবি জানালে, আর আমরা রাখব না তা কি হয়? জানুয়ারি সংখ্যায় ছাপা হলো শাহরিয়ারের নতুন কমিকস ধাঁধা। পড়ে জানিয়ো কেমন লাগল।

  • প্রিয় কিআ

    নতুন বছরের শুভেচ্ছা। গত নভেম্বর ও ডিসেম্বর সংখ্যা ছিল অসাধারণ। আচ্ছা, তুমি কীভাবে অনলাইনে কার্যক্রম চালাচ্ছো আমাকে জানাবে? যদিও আমি কিআ বুক ক্লাবের সদস্য নই। তাহলে আমি কি সেসব কার্যক্রমে অংশ নিতে পারব না? আমাকে কী করতে হবে?

    আযওয়াদ আহমদ

    বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া

    কিআ: তুমি কিআর ফেসবুক পেজগ্রুপে যোগ দাও। কোনো কার্যক্রম থাকলে সেখানেই নিয়মিত আপডেট পাবে। আর সবচেয়ে বড় কার্যক্রম হলো লেখা পাঠানো। তুমি নিয়মিত লেখা পাঠাতে থাকো। লেখা পাঠানোর নিয়ম দেখো এই লিংকে