একাকী জীবন

মানুষ বড়ই আজব। জন্মায় নিষ্পাপ শিশু হয়ে। তারপর ধীরে ধীরে সে বড় হয়। মিশতে শেখে নতুন নতুন মানুষের সঙ্গে। অভ্যস্ত হয় নতুন পরিবেশে। কিন্তু মাঝেমধ্যেই খুব নিষ্ঠুর হয়ে যায় মানুষ। নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না যেন। তবে সব মানুষই তো এক রকম হয় না। কেউ কেউ জীবনও দিয়ে দেয় অন্যের জন্য। আবার কিছু মানুষ অন্যের জীবন নিয়ে পুতুলের মতো খেলে। কেউ আবার কাউকে বিশ্বাসই করে না। কারণ, অনেকেই বিশ্বাস রাখতে জানে না। মানুষ হয়ে কীভাবে অন্য মানুষের জীবন কেড়ে নেয় তারা? অনেকে আবার চায় জীবনকে নাটক বা সিনেমার মতো সাজাতে। কিন্তু তারা এটা বোঝে না যে জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবনকে কখনো নাটক বা সিনেমার মতো সাজানো যায় না। জীবন থেকেই নাটক-সিনেমা হয়। কেন এটা বোঝে না কেউ? সবাই কেন এ রকম? অন্যের ক্ষতি করে কী পায় তারা? কী সুখ অন্যকে কাঁদিয়ে? পৃথিবীর মানুষগুলো বড় নিষ্ঠুর—একে অন্যের জিনিস-অধিকার শুধুই কেড়ে নেয়। নিজের অধিকার নিজে অর্জন করতে জানে না। সহ্য করতে পারে না অপরের সুখ, হাসি। অন্যের দুঃখ, দুর্বলতা, নিয়ে মজা করে সবাই। কী নিষ্ঠুর সবাই! এর চেয়ে একা থাকাই বোধ হয় ভালো।