এসি শার্ট

অলংকরণ: রাকিব রাজ্জাক

তখন ক্লাস এইটে পড়ি। সময়টা চলছিল গ্রীষ্মকাল। প্রচণ্ড গরমে ক্লাস করা খুবই কঠিন হয়ে পড়ছিল। তো আমাদের এক বন্ধু প্রত্যয় বলার কিছু উপায় বের করছি। ছেলেটা আবার বিজ্ঞানী টাইপের। পরদিন স্কুলে এসে প্রত্যয় আমাদের বলল যে নতুন একটা আবিষ্কার করেছি। সেটা হলো গরম দূর করার চিরস্থায়ী পদ্ধতি এসি শার্ট। তার পরদিন থেকে প্রত্যয় আর স্কুলে আসে না। এক সপ্তাহ পর প্রত্যয় ক্লাসে এসে আমাদের বলল, আমার ব্যাগে কি আছে জানিস। এসি শার্ট। আমরা খুবই আগ্রহী। তখন প্রতিটি ব্যাগ থেকে একটা শার্ট বের করল, যেটাতে ছোট অনেকগুলো এসির চবি আঁকা। আমরা অবাক হয়ে বললাম, এটা কী? প্রত্যয় বলল, কেন এসি শার্ট। দেখছিস না কত এসির চিত্র রয়েছে শার্টটাতে। আমরা সবাই তখন বললাম, হায় রে! বিজ্ঞানী প্রত্যয়। তোর এই এসি শার্টের ভরসায় থাকলে পুরো গ্রীষ্মকাল কাটবে গরমের বেদনায়। প্রতিটা গ্রীষ্মকাল আমরা এটা নিয়ে অনেক মজা করি।