ওটা

অলংকরণ: রাকিব রাজ্জাক

নতুন বাড়িতে উঠেছি। আশপাশের প্রতিবেশীরা অবশ্য বলছিল এখানে নাকি ওই জিনিসটা থাকে। অন্ধকার হলে ওটার উপস্থিতি টের পাওয়া যায়। ওটা নাকি কামড়ে ধরে। কামড়ে ধরে রক্ত খেয়ে নেয়। আমি এতটা পাত্তা দিইনি। আজকে অনেকক্ষণ হলো কারেন্ট নেই। অন্ধকারে বসে আছি। হঠাৎ করে ওটার উপস্থিতি টের পাই। আমার হাতে এসে কামড়ে ধরেছিল। আমিও অনুমান করে হাত দিয়ে ধরে ফেললাম ওটাকে। এরপর হাত থেকে ফেলে দিলাম মশাটা।

লেখক: সপ্তম শ্রেণি, ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহ