কমিক বই নির্মাণে ভিজুয়াল স্টোরিজ

ছোট-বড় সবাই এখন কমিক পছন্দ করে। দেশের কিশোর কমিক শিল্পীদের নিয়ে গত ১৫ সেপ্টেম্বর অনলাইন প্ল্যাটফর্মে আয়োজন করা হয় ‘ভিজুয়াল স্টোরিজ’। অলস্টারের ত্বত্ত্ববধানে এই আয়োজনে অংশগ্রহণকারীরা দলগতভাবে তাদের নিজেদের আঁকা ও লেখা কমিক বই জমা দেয়। সর্বোচ্চ ৫ পেজের এই কমিকগুলোর গল্পের মান ও কাঠামো, আবেদন এবং দৃষ্টিভঙ্গি, রঙ আর স্টাইল এবং শিল্পকর্ম রচনার ওপর ভিত্তি করে সেরা তিনটি দলকে পুরস্কৃত করা হয়। এছাড়া সেরা এই কমিকগুলো পাওয়া যাবে বিভিন্ন অনলাইন স্টোরে। মূলত অপেশাদার কার্টুনিস্টদেরও কমিক প্রকাশের সুযোগ দিতে এমন অভিনব আয়োজন করে অলস্টার।