করোনা দূর হোক, স্কুল খুলুক

কিশোর আলোর ফেব্রুয়ারি সংখ্যার প্রচ্ছদ
অলংকরণ: সাদাত

একটি উটকে তার বাচ্চা জিজ্ঞেস করছে, ‘মা, আমাদের পিঠ উঁচু কেন?’

মা বলল, ‘মরুভূমিতে টিকে থাকার জন্য। এটা থাকায় তাপ কম লাগে। সারা শরীরের তাপ নিয়ন্ত্রণ করতে এটা সাহায্য করে।’

‘আমাদের পায়ের আকার এ রকম কেন?’

‘এই আকারের কারণে আমরা মরুভূমিতে ঠিকঠাক হাঁটতে পারি।’

‘আমাদের চোখের পাতা বড় কেন?’

‘যাতে মরুভূমির বালু আমাদের চোখে না ঢোকে।’

‌‘মা, তা–ই যদি হবে, আমরা চিড়িয়াখানায় কী করছি?’

ইন্টারনেটে পাওয়া এই গল্পের উপদেশ হলো, যার স্থান যেখানে, তার সেখানে থাকা উচিত। যার যা গুণ, তার তা-ই কাজে লাগানো উচিত।

মানুষ সামাজিক জীব। আমরা ঘরবন্দী থাকতে পারি না। আমাদের স্কুলে যেতে হবে; মাঠে–ঘাটে, অফিস–আদালতে যেতে হবে। মানুষের সঙ্গে মিশতে হবে মানুষকে। করোনার বিপদ যত তাড়াতাড়ি যাবে, ততই ভালো। স্কুল খুলুক। আমরা স্কুলে যেতে চাই।