ক্লাসে ইংলিশ স্যার পড়াচ্ছেন, কীভাবে অর্থ ও বাক্যভেদে শব্দ পরিবর্তন হয়। যেমন রান্নার সময় ‘রেসিপি’ আর কিছু বানানোর সময় ‘রিকয়ারমেন্টস’ ইত্যাদি। একপর্যায়ে এভাবে বোঝানো শুরু করলে, ‘তুমি তোমার বন্ধুকে বলতে পারো ‘বলিস কী’, কিন্তু স্যারকে আবার বল যেটা ‘বলেন কী, স্যার’ তাই না?’ আমার পাশে বসা রাফিন এটা শুনে বলল, ‘কস কী স্যার?’ স্যারসহ সবাই হো হো।