কাগজ কেটে নৌকা

ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম আমি। তখন নার্সারিতে পড়ি। খালামণি আমাদের বাসাতেই থাকতেন। আমি সবচেয়ে বেশি মজা পেতাম কাগজ কেটে নৌকা বানাতে। একবার কিছু না বুঝেই খালামণির টেবিলের ওপর রাখা একটা কাগজ কেটে নৌকা বানিয়েছিলাম। আমি জানতাম না, কাগজটা খালামণি কত কষ্ট করে তৈরি করেছেন। ওটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। পরের দিন খালামণি কলেজে যাওয়ার সময় কাগজটা খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছিল। তখন আমি জানলাম, ওটা খালামণির একটা গুরুত্বপূর্ণ নোট। তিনি কিছুক্ষণ দরজা লাগিয়ে মন খারাপ করে বসেছিলেন। কিন্তু আমি খালামণিকে বলিনি কাজটা আমার। সরি খালামণি! শুধু নৌকা বানানোর জন্য আমি তোমাকে কষ্ট দিয়েছিলাম।