কাগজে কবুতর

১. একটা বর্গাকার কাগজে ‘গ ঘ’ রেখা বরাবর ভাঁজ করো এবং খুলে ফেলো।
২. আবার ‘ক খ’ রেখা বরাবর ভাঁজ করো।
৩. ‘চ ছ’ লম্বরেখা বরাবর ভাঁজ দিয়ে গ ও ঘ অংশের কাগজ তির দেওয়া দিকে নাও।
৪. ‘জ ঝ’ রেখায় ভাঁজ দিয়ে ‘গ’ অংশের কাগজ বাঁ দিকে নিয়ে আসো।
৫. ‘গ ঘ’ বরাবর ভাঁজ দিয়ে ক, চ, জ অংশের কাগজ খ, ছ, ঝ অংশের সমান করে নিয়ে আসো।
৬. ‘ত থ’ বরাবর একটু তেরছা করে ভাঁজ করে ক ও খ অংশে কাগজ দুই পাশ দিয়ে ওপরে নিয়ে যাও।
৭. ডট চিহ্ন দিয়ে একটি ভাঁজ দাও এবং খুলে ফেলো।
৮. এখন যে ভাঁজটা দেবে তার নাম ‘পকেট ভাঁজ’। এখানে একই রকম দুইটা কাঠামোর মাঝে কোনা করে ভাঁজ করা কাগজটা ঢুকিয়ে দাও।
৯. এবার চোখ এঁকে দিলেই হয়ে যাবে কাগজের কবুতর