কাগজের মানিব্যাগ

১. নিজের পছন্দমতো যেকোনো রঙের বর্গাকার একটি কাগজ নাও। ডট লাইন বরাবর ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।
২. দুই পাশের ডট লাইন বরাবর এমনভাবে ভাঁজ করো, যেন তা মাঝ দাগ বরাবর মিলে যায়।
৩. চিত্রের মতো কাগজের দুই দিক পেছনের দিকে ভাঁজ করে নাও।
৪. মাঝের ডট লাইন বরাবর ওপরের অর্ধেক কাগজটি এবার পেছনের দিকে ভাঁজ করো।
৫. এই তো হয়ে গেল মানিব্যাগ। এবার আর তোমার খুচরো টাকাপয়সাগুলো হারিয়ে যাবে না!