কাগুজে গোল্ডফিশ

১. এক পিঠে হলুদ রং করা একটি বর্গাকার কাগজ নাও। ডটলাইন বরাবর ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।

২. এবার চারপাশের ডটকৃত ত্রিভুজাকার অংশ চারটি তির চিহ্ন বরাবর ভাঁজ করো।

৩. পুরো কাগজটি এবার ঘুরিয়ে নাও।

৪. এবার তিন পাশের ডটকৃত ত্রিভুজাকার অংশ তিনটি তির চিহ্ন বরাবর ভাঁজ করো।

৫. পুনরায় দুই পাশের ডটকৃত ত্রিভুজাকার অংশ দুটি তির চিহ্ন বরাবর পেছনের দিকে ভাঁজ করো। তাতে ৬ নম্বর চিত্রের মতো পাবে।

৬. মোটা তির চিহ্নিত অংশের ভাঁজ খুলে চাপ দিয়ে এমনভাবে মিশিয়ে দাও, যাতে ৭ নম্বর চিত্রের মতো হয়।

৭. এবার দুই পাশের ডটকৃত ত্রিভুজাকার অংশ দুটি তির চিহ্ন বরাবর দুই দিকে মেলে ধরো ও চাপ দিয়ে মিশিয়ে দাও।

৮. এবার ডটকৃত অংশটি তির চিহ্ন বরাবর পেছনের দিকে ভাঁজ করো বা কেটে ফেলে দাও।

৯. এবার চোখমুখ এঁকে নাও। তোমার পছন্দমতো ডোরা এঁকে রং করে বানিয়ে ফেলো কাগুজে গোল্ডফিশ! তবে ভুলেও একে অ্যাকুয়ারিয়ামে চুবাতে যেয়ো না! মাছ পানিতে ডুবলে বাঁচে, আর ও ডুবলে মরবে! কাগজের তৈরি কিনা!