কাচ-পুকুরে মাছের চাষ

অলংকরণ: আরাফাত করিম

কাচ-পুকুরে মাছের চাষ

কেন রে তুই করতে চাস?

যে মাছ থাকে সমুদ্দুরে

আনন্দ পায় ঘুরে ঘুরে

তাকে কেন চার দেয়ালে

বন্দী করিস নিজ খেয়ালে?

সমুদ্দুরের জলজ বনে

ওরা বেড়ায় আপন মনে

প্লাস্টিকের লতাপাতায়

ওদের কি আর মনকে মাতায়?

অ্যাকুরিয়াম নামের বাক্সে

যতই আলোর খেলা থাক সে

মাছের কাছে কারাগারই

নির্যাতনের বাড়াবাড়ি।

কাচ-পুকুরে মাছের চাষ

কেন তবে করতে চাস?