কাটা আঙুল

অলংকরণ: রাকিব রাজ্জাক

২০১৪ সালে আমি নার্সারিতে পড়ি। ঈদের ছুটিতে নানুর বাসায় গিয়েছি। আমি ও আমার খালাতো ভাই গেটে ঝুলে খেলছিলাম। হঠাৎ দেখি আমার হাত থেকে রক্ত পড়ছে। আমি খালামণিকে গিয়ে বলি, ‘দেখো খালামণি আমার হাত থেকে রক্ত পড়ছে।’ খালামণি এমন চিৎকার করে উঠল যে যেখানে ছিল দৌড়ে চলে এল। আমাকে তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আসলে আমার হাতের একটি আঙুল কেটে দুই ভাগ হয়ে যায়। আর আঙুল জোড়া লাগাতে আটটি সেলাই করতে হয়। আর সেই কাটা আঙুল নিয়ে আমি আমার জীবনের প্রথম বার্ষিক পরীক্ষায় অংশ নিই। তোমরা সাবধান থেকো, যেন এমন দুর্ঘটনায় না পড়তে হয়।

লেখক: শিক্ষার্থী, মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম