‘কিশোর আলো বর্ষসেরা স্বেচ্ছাসেবক ২০১৯’ হলো যারা

২০১৯ সালে ‘কিশোর আলো বর্ষসেরা স্বেচ্ছাসেবক’ পুরস্কারপ্রাপ্ত ১১ জন। (ওপরে বাঁ থেকে) সরদার আকিব লতিফ, সামিরা নাওমি, মুসাব্বির হুসাইন, সাফা জেরিন সুকন্যা, (মাঝে বাঁ থেকে) তারিক রহমান ইমন, আব্দুল ইলা, সৈয়দ আমীর হায়দার আয়ান, নাজিয়া পারভীন নিমরা, (নিচে বাঁ থেকে) নওশিন শারমীন, এশনা বিনতে আলী ও সাদমান সাকিব অরিয়ন।

২০১৩ সালের অক্টোবরে প্রথম সংখ্যা প্রকাশের সময় থেকেই কিশোর আলোর সঙ্গী স্বেচ্ছাসেবকেরা। কিআর পথচলা গুটিগুটি পায়ে তাদের হাত ধরে। সেই পথচলা ভরপুর অসংখ্য আয়োজন-কার্যক্রমে। হাসিমুখে নিজেদের সবটা উজাড় করে কিআ স্বেচ্ছাসেবকেরা। ‘আমার পৃথিবী অনেক বড়’ স্লোগান মনে রেখে প্রতিবার প্রমাণ করে তারা সেরা। এমনকি করোনাকালেও থেমে থাকেনি কিআ। ঘরে বসেও অনলাইনে চলেছে নানা কার্যক্রম (দেখতে পারো কিশোর আলোর ফেসবুক পেজওয়েবসাইটে), যার মূল হোতা এই স্বেচ্ছাসেবকেরাই। প্রতিবছর কিশোর আলোর হয়ে বিভিন্ন ক্ষেত্রে দারুণ অবদান রাখা স্বেচ্ছাসেবকেরা তাদের কাজের স্বীকৃতি হিসেবে পায় বর্ষসেরা স্বেচ্ছাসেবক পুরস্কার। মূলত এই পুরস্কার সারা বছর বিভিন্ন ক্ষেত্রে কাজের মূল্যায়ন ও ধারাবাহিকতা বিচার করে, উৎসাহ ও প্রণোদনার জন্য দেওয়া হয়। শুধু নিয়মিত কাজই নয়, পাশাপাশি বিবেচনায় রাখা হয় সততা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সম্ভাবনার মতো আরও গুণাবলি।

এরই ধারাবাহিকতায় ১৬ অক্টোবর ২০১৯ কিশোর আলোর ফেসবুক পেজে প্রকাশিত হয়েছিল বর্ষসেরা স্বেচ্ছাসেবক ২০১৯–এ মনোনয়ন পাওয়া ২০ জন স্বেচ্ছাসেবকের নাম। প্রতিবছর আয়োজনের মাধ্যমে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলেও এ বছর করোনাসহ উদ্ভূত নানা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। ফলে ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত কিআ কার্যক্রমে দারুণ ভূমিকা রাখা কিশোর আলো বর্ষসেরা স্বেচ্ছাসেবকদের নাম ঘোষণা করা হয় কিশোর আলোর ফেসবুক পেজে।

কিশোর আলোর বর্ষসেরা স্বেচ্ছাসেবকদের দেওয়া হয় ক্রেস্ট
ছবি: আব্দুল ইলা

কিশোর আলোর বর্ষসেরা স্বেচ্ছাসেবক-২০১৯ হিসেবে নির্বাচিত হয়েছে সরদার আকিব লতিফ। এ ছাড়া ৯টি বিভাগে আরও ১০ জন বর্ষসেরা স্বেচ্ছাসেবক পুরস্কার পেয়েছে।

একনজরে দেখে নেওয়া যাক ২০১৯–এর বর্ষসেরা স্বেচ্ছাসেবকদের নাম

বর্ষসেরা স্বেচ্ছাসেবক: সরদার আকিব লতিফ
বর্ষসেরা উদীয়মান স্বেচ্ছাসেবক: সামিরা নাওমি
বর্ষসেরা স্বেচ্ছাসেবক (লেখালেখি): মুসাব্বির হুসাইন
বর্ষসেরা স্বেচ্ছাসেবক (আলোকচিত্র): সাফা জেরিন সুকন্যা
বর্ষসেরা স্বেচ্ছাসেবক (আলোকচিত্র): তারিক রহমান ইমন
বর্ষসেরা স্বেচ্ছাসেবক (ভিডিওগ্রাফি): আবদুল ইলা
বর্ষসেরা স্বেচ্ছাসেবক (গ্রাফিক ডিজাইন): সৈয়দ আমীর হায়দার আয়ান
বর্ষসেরা স্বেচ্ছাসেবক (ভিডিও এডিটিং): নাজিয়া পারভীন নিমরা
বর্ষসেরা স্বেচ্ছাসেবক (অফিস ব্যবস্থাপনা): নওশিন শারমীন
বর্ষসেরা স্বেচ্ছাসেবক (অনুষ্ঠান ব্যবস্থাপনা): এশনা বিনতে আলী
বর্ষসেরা স্বেচ্ছাসেবক (ইভেন্ট ব্যবস্থাপনা): সাদমান সাকিব অরিয়ন