কিআ-কাহিনি

অলংকরণ: শিখা

সে অনেক আগের কথা। তখন মাত্র কিশোর আলো পড়া শুরু করেছি। আমাদের বাসা মধুখালীতে। এখানে কিশোর আলো পাওয়া যায় না। ভাইয়া ঢাকায় থাকে। তাই ওকে বলেছিলাম কিশোর আলো নিয়ে আসতে। ভাইয়া আর তার বন্ধু একসঙ্গেই আসবে বাসায়। ভাইয়ার আবার কাজ ছিল, তাই তার বন্ধুকে কিশোর আলো কেনার দায়িত্ব দিয়েছিল সে। সেদিন ভাইয়া আগে বাসস্ট্যান্ডে পৌঁছেছে। ওর বন্ধু আসতেই জিজ্ঞাসা করল, ‘কিরে, কিশোর আলো এনেছিস?’ বন্ধুর প্রত্যুত্তর, ‘বিশ্বাস কর ভাই, মার্কেটের সব ফলের দোকান, সব মুদিদোকানে খোঁজ করলাম কিন্তু কেশোর আলু পেলাম না। উত্তরে ভাইয়া তো হতভম্ব। আসলে ফোনে ভাইয়া বলেছে ‘কিশোর আলো’, আর ওর বন্ধু শুনেছে ‘কেশোর আলু’।