কিআ নিয়ে গেল ভূতে

অলংকরণ: রাকিব রাজ্জাক

পড়ার টেবিলে বসে পড়ছি। হঠাৎ শুনি কোথা থেকে যেন খুটখাট শব্দ আসছে। মা-বাবা তো বাড়িতে নেই। মনে হলো শব্দটা আসছে আমার বুকশেলফ থেকে। পড়ার টেবিল থেকে উঠলাম। মনের সন্দেহ দূর না করা পর্যন্ত পড়ায় মন বসবে না। বুকশেলফের দিকে এগোতে লাগলাম। হঠাৎ বুকশেলফের পেছন থেকে একটা ভূত বেরিয়ে এল। ভূতটা দেখতে অনেক কিউট, ঠিক ক্যাসপারের মতো। ভূতটা বলে উঠল, ‘আমার নাম ভুতুং। আমি পরীক্ষায় ফেল করেছি দেখে মা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তোমার এই বইটায় দেখলাম লেখাপড়ায় ভালো করার উপায় দেওয়া আছে। আশা করছি এটা তোমার পড়া হয়ে গেছে। অবশ্য পড়া না হলেও কিছু করার নেই।’ চেয়ে দেখলাম এটা এপ্রিল মাসের কিআ। আমি কিছু বলার আগেই ভূতটা অদৃশ্য হয়ে গেল। আর আমি তাকিয়ে থাকলাম আমার বুকশেলফের দিকে, যেখানে একটু আগেই রাখা ছিল কিআটা।

লেখক: নবম শ্রেণি, ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ফরিদপুর