কিটি

অলংকরণ: রাকিব রাজ্জাক

কিটি নিঃশব্দে এগোচ্ছে ল্যাবরেটরির দিকে। কোনো শব্দ করা যাবে না, তাহলেই টের পেয়ে যাবে ওরা। ধকধক করছে কিটির হৃৎপিণ্ডটা। ওই তো দেখা যাচ্ছে। ঝকঝকে কাচের দুটো টেস্টটিউবের মধ্যে আছে পৃথিবীর শেষ মানব ও মানবীর ডিএনএ। কিটি টেস্টটিউব দুটোর কাছে এগিয়ে যায়। খুব সাবধানে টিউব দুটো নিয়ে নেয়। সঙ্গে সঙ্গে বেজে ওঠে অ্যালার্ম। হন্তদন্ত হয়ে ছুটে আসে একদল রোবট। কিটি সঙ্গে সঙ্গে ইনভিসিবল স্প্রে নিজের শরীরে স্প্রে করে অদৃশ্য হয়ে যায়। একটি খোলা মাঠে স্পেসশিপটা কিটির জন্য অপেক্ষা করছিল। কিটি হন্তদন্ত হয়ে স্পেসশিপে প্রবেশ করে। রোবটের দখলে যাওয়া পৃথিবী ছেড়ে লিলিন গ্রহের উদ্দেশে যাত্রা করে স্পেসশিপ। যেখানে নতুন করে গড়ে উঠবে মানবসভ্যতা।

লিলিন গ্রহে বসবাসরত মানুষের সংখ্যা আজ প্রায় ২০ হাজার। কিন্তু মানবজাতি কাকে কৃতজ্ঞতা জানাবে? কিটি প্রজাতি তত দিনে ধ্বংস হয়ে গেছে তাদের নিজেদের সৃষ্ট বিষাক্ত পারমাণবিক গ্যাস বিস্ফোরণে।

লেখক : শিক্ষার্থী দ্বাদশ শ্রেণি, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর