কুংফু পান্ডা

১. এক পিঠে রং করা একটি বর্গাকার কাগজ নাও। চিত্রের মতো পর পর দুবার কোনাকুনি ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।
২. তিনটি অংশে ভাগ করো এবং দুপাশের অংশ দুটি মাঝ বরাবর গুটিয়ে নাও।
৩. গুটানো অংশ দুটির ত্রিভুজাকার মাথা বাইরের দিকে টেনে নাও।
৪. ডট লাইনের ওপর ও নিচের অংশ বাঁকিয়ে পেছনের অংশে ভাঁজ করো এবং কাগজটা উল্টিয়ে নাও।
৫. ওপরের দুপাশের ডটকৃত অংশদুটি কেটে সাদা অংশটি একটু ওপরে উঠিয়ে নাও। সাদা অংশটির ওপরের ডট লাইন বরাবর ভাঁজ করে ওপরে উঠিয়ে আবার নিচের ডট লাইন বরাবর নিচে নামিয়ে নাও।
৬. তির চিহ্নিত অংশটি ভেতরের দিকে গুটিয়ে নাও।
৭. মাঝ বরাবর ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।
৮. সবশেষে চোখ-মুখ এঁকে নাও। এই তো বানানো হয়ে গেল তোমার প্রিয় পান্ডা।