কুকুরকাণ্ড

অলংকরণ: রাকিব রাজ্জাক

এক শুক্রবারের ঘটনা। জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলাম। দুপুরের রোদে গরম লাগছিল খুব। হঠাৎ একটা কুকুর এসে হাজির। কুকুর খুব ভয় পাই আমি। কিন্তু রাস্তায় আর কেউ নেই। শুধু আমি আর ওই কুকুর। ভয়টা আরও বেড়ে গেল বহুগুণ। আমি ভয়ে ভয়ে হাঁটছি। আমার আগে আগে হাঁটছে কুকুরটা। এক জায়গায় এসে কুকুরটা হঠাৎ থেমে গেল। কী করব এখন? সমস্ত সাহস এক করে সামনে এগোলাম। যেই না কুকুরটার কাছে গিয়েছি, অমনি সেটা পথ রোধ করে দাঁড়াল। প্রচণ্ড আতঙ্কিত হয়ে আমি বলেই ফেলি, ‘সরে যাও!’

কুকুরটা সরে গেল। আর কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে ভয়ের চোটে লাফ দিলাম আমি এবং ভাগ্যের কী নির্মম পরিহাস...গিয়ে পড়লাম একেবারে কাদার মাঝে। ভাগ্যিস কেউ ছিল না। নইলে এখনো আমাকে নিয়ে হাসত সবাই। এখন যেমন আমি নিজেই হাসি।

লেখা: শিক্ষার্থী, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া