ক্যাচ ড্রপ, হোমওয়ার্ক এবং অন্যান্য

অলংকরণ: সব্যসাচী চাকমা
  • বিখ্যাত ব্যাটসম্যান হামিম সেঞ্চুরি করেছে। 

    সাংবাদিক: আপনার সেঞ্চুরির পেছনে রহস্য কী?

    হামিম: তিনবার ক্যাচ ড্রপ!

  • বিখ্যাত অভিনেতা আকিবের সঙ্গে দেখা হয়েছে মিলুর।

    মিলু: আপনার নাটক রোজ রাত ৯টায় হয় না?

    আকিব: হ্যাঁ।

    মিলু: আপনার নাটক শুরু হওয়ার পর থেকে আমার স্বাস্থ্য ভালো হয়ে গিয়েছে, থ্যাংকস। 

    আকিব: ওয়েলকাম। কিন্তু নাটকের সঙ্গে স্বাস্থ্যের সম্পর্ক কী?

    মিলু: আগে ১১টায় ঘুমাতাম, এখন ৯টায় ঘুমাই।

  • রুস্তম দরজায় নক করল

    ভেতর থেকে: কে?

    রুস্তম: আমি।

    ভেতর থেকে: আমি কে?

    রুস্তম: আপনি কে, আমি কী করে বলব?

  • সিয়াম: কিরে, মোজা উল্টো করে পরেছিস কেন?

    বাতেন: কী করব? ভেতরের দিকটা তো ছেঁড়া!

অলংকরণ: সব্যসাচী চাকমা
  • রফিক: ডাক্তার সাহেব, আমি আমার পেনসিলটা গিলে ফেলেছি! এখন কী করব?

    ডাক্তার: আর কী করবেন! কলম দিয়ে লেখা অভ্যাস করুন।

  • বিরাট ধনী নাহিদ তার কর্মচারীদের উদ্দেশে বলছে,

    নাহিদ: তোমাদের এক কোটি টাকা আমার কাছে এক টাকার মতো। আর তোমাদের এক শ বছর আমার কাছে এক বছরের মতো।

    কর্মচারী মজনু: ঠিক আছে স্যার। আমাকে তাহলে এক টাকাই দিন।

    নাহিদ: অবশ্যই দেব। একটা বছর অপেক্ষা করো!

আরও পড়ুন
  • পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে।

    ১. যারা সংখ্যা গুনতে পারে।

    ২. যারা সংখ্যা গুনতে পারে না।

  • মানিক: ডাক্তার সাহেব, আপনি অপারেশন করলেন পেটে, কিন্তু মাথা ফোলা কেন?

    ডাক্তার: আপনার যে জ্ঞান ফিরছিল না!

অলংকরণ: সব্যসাচী চাকমা
  • সুমন: জানিস, কাল স্কুলে এক্সট্রা ক্লাস হবে না।

    আবির: এ তো ভালো খবর।

    সুমন: না, খারাপ খবর। কারণ মেইন ক্লাস হবে।

    আবির: এ তো খারাপ খবর।

    সুমন: না ভালো খবর। কারণ, বাংলা হোমওয়ার্ক করা লাগবে না।

    আবির: এ তো ভাল খবর।

    সুমন: না খারাপ খবর। কারণ, অঙ্ক হোমওয়ার্ক করা লাগবে৷ 

    আবির: এ তো খারাপ খবর।

    সুমন: না ভালো খবর। 

    আবির: কেন?

    সুমন: কারণ, আমরা দুই বছর আগেই কলেজে উঠে গেছি!

  • সবুজ: বল তো৷ এক কোনায় বসে পুরো পৃথিবী ঘুরতে পারে কে?

    মাসুদ: ডাকটিকিট!

আরও পড়ুন