কয়েন হাজির

মুঠো না খুলে ভেতর থেকে আস্ত এক কয়েন বের করে সবাইকে তাক লাগিয়ে দাও...

প্রয়োজনীয় সরঞ্জাম: একটি কয়েন
১. বাঁ হাতে একটি কয়েন নিয়ে হাতটি মুষ্টিবদ্ধ করে ফেলো।
২. মুঠো এভাবে ছবির মতো ধরো, যাতে তোমার বৃদ্ধাঙ্গুল ওপরের দিকে থাকে।
৩. ডান হাত দিয়ে ছবির মতো করে মুঠো করে রাখা হাতটি ধরে ফেলো, যেন আঙুল দর্শকদের দিকে থাকে।
৪. ‘ছু মন্তর ছু’ বলে হাত ওপরে-নিচে ঝাঁকাতে থাকো।
৫. ডান হাত দিয়ে বাঁ হাতটাকে শক্ত করে ধরে রাখো। এবার বাঁ হাতের মুঠো একটু একটু করে ঢিলে করতে থাকো। কিছুক্ষণ পরে দেখবে ঝাঁকানোর ফলে কয়েনটা ওপরের দিকে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলি আর তর্জনীর মাঝে চলে এসেছে।
৬. হাত ঝাঁকানো বন্ধ কোরো না। আর এই ফাঁকে ডান হাত দিয়ে কয়েনটাকে ছবির মতো করে বাঁ হাতের ওপর নিয়ে আসো। ঝাঁকির ফলে তুমি কী করছ, সেটা দর্শকদের বুঝতে কষ্ট হবে।
৭. এবারে ডান হাত সরিয়ে ফেলো। মুঠির ভেতরে থাকা কয়েন বাঁ হাতের ওপরে চলে এসেছে দেখে দর্শকেরা অবাক হয়ে যাবে।
৮. হাতের মুঠো খুলে ফেলো আর সবাইকে দেখাও যে ভেতরে কয়েনটা নেই। ওটা জাদুবলে মুঠো থেকে বের হয়ে হাতের ওপরে চলে এসেছে।
টিপস: সময় কথা বলে। যত দ্রুত দেখাতে পারবে, দর্শক তত বেশি অবাক হবে।