খরগোশ বাবুর মুখোশ

১. প্রথমে একটি বর্গাকার কাগজ নাও। ডটলাইন বরাবর ভাঁজ করো।
২. এবার দুই পাশের অংশ দুটি ডটলাইন বরাবর ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।
৩. নিচের ডট করা অংশটি ওপরের দিকে ভাঁজ করো।
৪. পুনরায় দুই পাশের ডট করা অংশ দুটি ওপরের দিকে ভাঁজ করো। তাতে ৫ নম্বর চিত্রের মতো পাবে।
৫. পুরো কাগজটি এবার ঘুরিয়ে নাও। তাতে ৬ নম্বর চিত্রের মতো পাবে।
৬. এবার ওপরের ডট করা ত্রিভুজাকার অংশটি পেছনের দিকে ভাঁজ করো।
৭. সবশেষে চোখ-মুখ-দাড়ি আঁকো তাড়াতাড়ি!

আঁকা শেষে চেয়ে দেখো—লাগছে দারুণ ভারি!