গবেষণাগারে তৈরি হলো মানবভ্রূণ

এই প্রথম কৃত্রিমভাবে গবেষণাগারে বানানো হলো অতিক্ষুদ্র একঝাঁক কোষ। এগুলো মানবভ্রূণের একেবারে আদি পর্বের মতো কাজ করে। এর নাম রাখা হয়েছে ব্লাস্টওয়েডস। কোষের ব্যাস ১ মিলিমিটারের চেয়েও কম। আসলে মানবভ্রূণ সৃষ্টির সময় কোষের ঝাঁকে ১০০টি কোষ থাকে। এগুলো থেকেই ধীরে ধীরে টিস্যু তৈরি হয়। এ বিষয়ে নেচার–এ একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। গবেষকেরা দেখিয়েছেন, কীভাবে ৬ থেকে ৮ দিনের মধ্যে অতিক্ষুদ্র ব্লাস্টওয়েডস বা কোষের ঝাঁক তৈরি হয়। এই মানবভ্রূণ তৈরি করতে গিয়ে গবেষকেরা আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপারে ধারণা পেয়েছেন। তাঁরা বুঝতে পেরেছেন, গর্ভে শিশুমৃত্যুর কারণ।

সূত্র: নেচার ডটকম