কিছুদিন আগে আমাদের বাসায় সজল নামের এক কাজের ছেলে এল। সে একটু বোকাসোকা টাইপের। প্রথম দিনই মা তাকে ওভেনে খাবার গরম করার ট্রেনিং দিল। সঙ্গে এটাও শেখাল, কোনো খাবার ঠান্ডা থাকলে তা যেন গরম করে দেয়। কিছুদিন পরের ঘটনা। আম্মু বাসায় ছিল না। আমি রুমে মুভি দেখছিলাম। আলসেমির কারণে নিজে না উঠে সজলকে বললাম, ‘ফ্রিজে একটা বোতলে কালো রঙের পানি আছে। ওইটা নিয়ে আসো।’ আসলে ওটা ছিল কোক। প্রায় পাঁচ মিনিট পরে সে আমার রুমে কোক রেখে চলে গেল। আমি খেতে গিয়ে দেখি, আমার জিব পুড়ে যাওয়ার দশা। পরে তাকে জিজ্ঞেস করায় সে বলল, ‘ভাইয়া, পানিটা ঠান্ডা ছিল বলে আমি ওটা ওভেনে গরম করে দিয়েছি।’