গল্পের গল্প

এক ছিল তিন বন্ধু। তিন বন্ধুই একসঙ্গে জঙ্গলে বসবাস করত। প্রথম বন্ধুর নাম গ। দ্বিতীয় বন্ধুর নাম ল, তৃতীয় বন্ধুর নাম প। তাদের তিনজনেরই একটি করে পা ছিল। একদিন বৈশাখ মাসে তীব্র ঝড়, অর্থাত্ কালবৈশাখী উঠল। তিন বন্ধু তিনদিকে ছড়িয়ে পড়ল। তারপর যখন তারা পরের দিন সূর্যের আলো দেখতে পেল, তখন এক বন্ধু আরেক বন্ধুকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল। কিন্তু যখন সন্ধ্যা হয়ে এল, তখন প্রথম বন্ধু গ ভাবল, এই জঙ্গল থেকে বের হওয়ার জন্য একটি সাঁকো রয়েছে। তখন গ বন্ধু ওই সাঁকোর ওপর গিয়ে বসল। তারপর ল বন্ধুও ওই একই চিন্তা করল। যখন সে দেখল যে সাঁকোর ওপর গ বন্ধু বসে আছে, তখন সেও খোঁড়াতে খোঁড়াতে গ বন্ধুর পাশে গিয়ে বসল। তারপর গ ও ল বন্ধু চিন্তা করল যে প বন্ধু কেন আসছে না। তাদের খুব দুঃখ হলো। কিন্তু প যখন দূর থেকে দেখল যে গ ও ল বন্ধু সাঁকোর ওপর বসে আছে, তখন সে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে যেতে থাকল। গ ও ল প বন্ধুকে দেখে চিত্কার করল, তখন ওই সময় প বন্ধু লাফ দিয়ে ল বন্ধুর পাশে বসতে গেল, কিন্তু প বন্ধু বসে পড়ল ল এর পা ধরে। এভাবে গ ল প মিলে তৈরি হয় গল্প।

লেখা: সাইফ আরাবী, ঠিকানাবিহীন

অলংকরণ: জুনায়েদ