গাছ লাগানো

অলংকরণ: রাকিব রাজ্জাক

সেবার আমরা নানুবাড়িতে গিয়েছিলাম। আমার ছোট ভাইয়ের বয়স তখন তিন বছর। ও বিড়াল খুব পছন্দ করত। একটা পুতুল বিড়াল ছিল ওর। আমার ছোট ভাই সেটাকে অনেক ভালোবাসত।

একদিন হলো কী, আমরা সবাই গেলাম গাছ লাগাতে। আমার নানার একটা বড় খেত আছে। ওখানেই গাছ লাগাতে বলা হলো আমাদের। একটা পেঁপেগাছ লাগিয়েছিলাম আমি। এরপরই আমার ভাইয়ের পালা। কিন্তু ও বুঝতে পারছিল না যে কী গাছ লাগাবে। হঠাৎ ও মাটি খুঁড়ে ভেতরে ওর পুতুল বিড়ালটা ঢুকিয়ে দিল। তারপর ওটাতে পানি দেওয়া শুরু করল। ওর এই কাণ্ড দেখে সবাই তো হেসেই শেষ! ও হয়তো ভেবেছিল বিড়াল পুতুলটা গাছ হিসেবে লাগালে তা থেকে আরও পুতুল হবে! এই ঘটনার পর থেকে ওকে আমরা প্রায়ই বলি, ‘কিরে, তোর বিড়াল গাছ বড় হয়নি?’