গুলি করল কে?

ফেলু মিত্তিরের মতো রাত জেগে রহস্যের সমাধান করা কি তোমার নেশা? তিন গোয়েন্দার মতো খুলতে ইচ্ছা করে রহস্যের জট? ব্যোমকেশের আগেই কি তুমি খুঁজে বের করতে পারো অপরাধীকে?

তাহলে তোমার জন্যই রইল দারুণ এই রহস্যজট।

অলংকরণ: রাকিব রাজ্জাক

ধানমন্ডি লেকের পাড়ে একটা খুন হয়। প্রধান সন্দেহভাজনের নাম নাইম তরফদার।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের মতে ঘটনা: প্রফেসর শাহাদাৎ আলম সকালবেলা জগিংয়ে বেরিয়েছেন অন্য দশ দিনের মতোই। হঠাৎই এক আততায়ী তাঁর পেটে গুলি করে। খুনির চুলের রং হালকা বাদামি, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি আর পরনে ছিল কালো জ্যাকেট—ঠিক নাইম তরফদারের মতোই।

‘নাইম সাহেব’, পুলিশ ইন্সপেক্টর রাজু আহমেদ বলেন। ‘আপনি পুরো ঘটনা একবার বলেন তো।’

‘আমিও সকালে একটু হাঁটতে বের হই।’ নাইম তরফদার বলেন, ‘দেখি একটা লোক ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে। আচমকা আরেকটা লোক এসে পেছন থেকে তাকে গুলি করে!

‘আপনি কি তার বিস্তারিত বর্ণনা দিতে পারবেন?’ রাজু আহমেদ বলেন।

‘হ্যাঁ। অবশ্যই। লোকটার পরনে ছিল লাল সোয়েটার, মুখে ছিল বেশ বড় গোঁফ। মাথায় কোনো চুল ছিল না।’

সহকর্মীদের রাজু আহমেদ বলেন, ‘এই লোকটা মিথ্যা কথা বলছে। একে আরও প্রশ্ন করতে হবে।’

রাজু আহমেদ কীভাবে বুঝলেন যে নাইম তরফদার মিথ্যা কথা বলছেন?

(উত্তর দেখো নিচে)

উত্তর: পেছন থেকে গুলি করলে সেই গুলি এসে পেটে লাগে কীভাবে?