গোল! গোল!

অলংকরণ: রাকিব রাজ্জাক

তখন আমি অনেক ছোট। ক্রিকেট বা ফুটবল খেলা কী, তা ভালো করে বুঝতাম না। শুধু বুঝতাম ক্রিকেট আর ফুটবল একটা খেলা এবং এগুলো মাঠে খেলা হয়। বাড়ির সবাই ক্রিকেট বা ফুটবল নিয়ে যে আলোচনা করে, তা থেকে কিছু কিছু শিখেছি আরকি। একবার আমি মামাবাড়ি বেড়াতে গেলাম। বাংলাদেশের খেলা ছিল সেদিন। দেখলাম খেলা নিয়ে সবাই খুব উত্তেজিত। আমিও ভাব করতে লাগলাম আমি খেলা খুব বুঝি। সবাই মিলে খেলা দেখতে বসলাম। বাংলাদেশ তখন ব্যাটিং করছিল। এই যে একজন বল করছে। ব্যাটসম্যান ব্যাট ঘুরিয়ে বল মারল। বলটা খুব দ্রুতগতিতে এগোচ্ছে। একজন বলটা আটকানোর চেষ্টা করল। ইশ্‌! পারল না। বলটা গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে বাউন্ডারির বাইরে চলে গেল। আমি আনন্দে চিত্কার করলাম ‘গোল! গোল!’

কী আশ্চর্য! সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? যেন আমি এইমাত্র মঙ্গল গ্রহ থেকে নেমে এসেছি। সেই অবাক হয়ে তাকিয়ে থাকার কারণ আমি তখন কিছুই বুঝিনি। এখন বুঝতে পারছি, ফোরকে গোল বলাটাই ছিল আমার ভুল। এখনো আমার ভাইবোনেরা সেটা নিয়ে আমার সঙ্গে হাসাহাসি করে।

লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম