ঘর বাছাই

অলংকরণ: মাহাতাব রশীদ
অনেকেই আছে, যারা রহস্যের গন্ধ পেলে ছোঁক ছোঁক করে ওঠে। সুযোগ পেলেই গোয়েন্দাগিরি করতে কোমর বেঁধে লেগে পড়ে। কিন্তু সত্যিকার গোয়েন্দা হতে হলে আগে দরকার ক্ষুরধার বুদ্ধি। সে জন্য চোখ-কান খোলা রাখা আর রহস্য নিয়ে নিয়মিত মাথা ঘামানোর বিকল্প নেই। রহস্যপ্রিয় পাঠকদের জন্য থাকছে রহস্য ধাঁধা। নিজে নিজে এর সমাধান করে আপাতত গোয়েন্দা বনে যেতে পারো।

এক খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এ জন্য তাকে তিনটি ঘরের মধ্যে যেকোনো একটি বেছে নিতে বলা হলো।

প্রথম ঘরটিতে উচ্চ তাপমাত্রায় আগুন জ্বলছে। দ্বিতীয় ঘরে প্রস্তুত রয়েছে গোলাবারুদসহ ঘাতকের দল। আর তৃতীয় ঘরে রয়েছে কয়েকটা প্রচণ্ড ক্ষুধার্ত সিংহ, যারা কয়েক বছর ধরে না খেয়ে আছে।

সে একটি ঘর বেছে নিল এবং বেঁচে গেল। বলতে হবে খুনি কোন ঘরটি বেছে নিয়েছিল?

উত্তর

তৃতীয় ঘরটি। কারণ, কয়েক বছর ধরে না খাওয়া সিংহ আর বেঁচে নেই।