ঘুচে যাক জরা

কিশোর আলোর এপ্রিল সংখ্যার প্রচ্ছদ
অলংকরণ: সাঈফ মাহ্‌মুদ

অনেক দিন আগের কথা। তখন মাটি খুঁড়ে খুঁড়ে সোনা তোলা হতো। একজন শ্রমিক বহুদিন ধরে মাটি খুঁড়ছিলেন। খুঁড়তে খুঁড়তে তিনি হতাশ হয়ে গেলেন। তখন তিনি তাঁর শাবল, যন্ত্রপাতি যা যা আছে বিক্রি করে দিয়ে চলে গেলেন। তখন আরেকজন খুঁড়তে আরম্ভ করলেন। নতুন শ্রমিককে ইঞ্জিনিয়ার বললেন, আগের লোকটা সাংঘাতিক ভুল করেছেন। আর দুই হাত খুঁড়লেই সোনার স্তর শুরু হয়ে যাবে।

সত্যি তা–ই হলো। দুই দিনে দুই হাত খুঁড়তেই সোনা ওঠা শুরু করে দিল।

এই গল্পের একটা শিক্ষা আছে, তা হলো কাছে এসে হাল ছেড়ে দিয়ো না। তীরের কাছে তরি যেন না ডুবে যায়।

আমরা বাংলাদেশে ২০২০ সালের মার্চ মাস থেকে করোনার বিপদে পড়েছি। ফেব্রুয়ারি ২০২১–এ এসে আমাদের মনে হলো, যুদ্ধ শেষ, আমরা জয় করে ফেলেছি। আমরা সবাই সতর্কতা ছেড়ে দিতে শুরু করলাম। অমনি করোনার বিস্তার ভয়াবহভাবে আবার শুরু হয়ে গেল। কাজেই আমাদের হাল ছেড়ে দিলে চলবে না। করোনাবিষয়ক স্বাস্থ্যবিধি আমাদের মেনে চলতেই হবে। আশা করি, বাংলা নতুন বছরে আমরা করোনার বিপদ থেকে মুক্ত হতে পারব। এসো হে বৈশাখ, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। শুভ নববর্ষ।