ঘুরতে পারি জগৎজুড়ে

জাদুকরের জাদু

উপস্থিত সবার সামনেই নিজের পকেট থেকে একটা ক্যাপসুল বের করে নিলেন জাদুকর। ‘অসুখের সঙ্গে সঙ্গে ওষুধের ওপরও নিয়ন্ত্রণ রাখাটা জরুরি’ বলেই তিনি ক্যাপসুলটিকে নিজের বাঁ হাতের তালুর ওপর রাখলেন। এরপর কী যেন বলে চললেন বিড়বিড় করে।

অবাক ব্যাপার—বলা নেই, কওয়া নেই, কিন্তু কোনোরকম হাতের ছোঁয়া ছাড়াই নিজে থেকেই নড়াচড়া শুরু করে দিল জাদুকরের হাতের তালুতে থাকা ক্যাপসুলটি।

এ জন্য যা যা প্রয়োজন

  • কয়েকটি ক্যাপসুল।

  • সঙ্গে ছোট ছোট কিছু বিয়ারিংয়ের বল।

পেছনের জাদু

প্রথমেই করতে হবে কী—সাবধানে পুরোনো কোনো কাগজের ওপর রেখে ক্যাপসুলগুলোকে খুলে নিয়ে তার ভেতরকার উপকরণগুলো ভালো করে ঝেঁকে ফেলে দিতে হবে। এরপর ক্যাপসুলগুলোর খোলসগুলোকে আলাদা কোথাও নিয়ে নাও। ভেতরকার উপকরণ ও কাগজটিকে ডাস্টবিনে ফেলে দিয়ে খুব ভালো করে নিজের হাত দুটি সাবান দিয়ে ধুয়ে নিতে ভুল কোরো না যেন।

এবার প্রতিটি ক্যাপসুলে চিত্র-২-এর মতো একটি করে বিয়ারিংয়ের বল ঢুকিয়ে দিয়ে প্রতিটি ক্যাপসুলকে ভালো করে আটকে দাও। দেখতে যেটা সাধারণ ক্যাপসুল বলেই মনে হবে।

জাদুটি এবার দর্শকদের দেখানোর জন্য তুমি পুরোপুরি তৈরি।

পাদটীকা: মনে রাখবে—ক্যাপসুলটি কিন্তু নিজে নিজেই কখনোই নড়বে না। এ জন্য খুব সাবধানে যেন বোঝা না যায় তেমন করেই তোমাকে তোমার বাঁ হাতের তালুটা খানিকটা কায়দা করে একটু এপাশ-ওপাশ করতে হবে। ভালো করে নিজে নিজে ব্যাপারটা চর্চা করে নেবে, যাতে সেটি তোমার দর্শকদের চোখে ধরা না পড়ে।