চকলেট দুধ

দুধ ও চকলেট ছিল চরম শত্রু। কেউ কাউকে দেখতে পারত না তারা। এক সকালে চকলেট নদীর ধারে বেড়াতে যাচ্ছিল। কিন্তু কিছুদূর গিয়ে দেখে, একটা ছোট্ট গ্লাসের ভেতর ঘাপটি মেরে বসে আসে দুধ। আরেকটা বাচ্চা গ্লাসটার দিকে খুব মন খারাপ করে তাকিয়ে আছে। বাচ্চাটির মন খারাপ দেখে চকলেটের খুব রাগ হলো দুধের ওপর। তাকে একটা শিক্ষা দিতে ধপাস করে চকলেট ঝাঁপিয়ে পড়ল গ্লাসে।

এবার দুধ আর চকলেট মিলে গ্লাসের ভেতরে খুব তর্ক করা শুরু করল। হঠাৎ হুঁশ ফিরল তাদের। তারপর যখন ওরা ওপরে তাকাল, তখন দুজনই বাচ্চাটির মুখে মিষ্টি হাসি দেখতে পেল। সঙ্গে সঙ্গেই তাদের সব রাগ দূর হয়ে গেল, আর তখনই তৈরি হলো বিশ্বের অন্য রকম জনপ্রিয় পানীয় ‘চকলেট দুধ’।

লেখক: তৃতীয় শ্রেণি, উইলিয়াম ক্যারি একাডেমি, চট্টগ্রাম