চার–ছক্কা হইহই

অলংকরণ: রাকিব রাজ্জাক

কোনো একটা কাজে মা বাইরে গিয়েছিলেন, বাসায় আমি আর ভাইয়া। তখন বোধ হয় ক্লাস টু বা থ্রিতে পড়তাম আমি। ভাই পড়ত ক্লাস ফাইভ বা সিক্সে। সন্ধ্যায় অতি মনোযোগ দিয়ে কার্টুন দেখছিল ভাইয়া। আমি পড়ছিলাম। হঠাৎ জানালা দিয়ে ঢুকে পড়ল একটা উড়ন্ত তেলাপোকা। কোনো কিছু না ভেবে জীবন রক্ষার্থে বিছানার দিকে ছুটলাম আমি। আমার একমাত্র সম্বল বিছানার ওই কম্বল। ভেবেছিলাম কম্বলের ভেতরে ঢুকে গেলেই বেঁচে যাব আমি। ঢুকে পড়লাম কম্বলের ভেতরে। হঠাৎ মনে পড়ল, আরে, ভাইয়া কোথায়? কম্বল থেকে মাথাটা একটু বের করে আমি তো হতবাক! বোলার বল করার সময় ব্যাটসম্যান যেভাবে দাঁড়িয়ে থাকে, আমার ভাইয়াও হাতে একটা পরীক্ষার বোর্ড নিেয় একই ভঙ্গিতে দণ্ডায়মান। আর বলের পরিবর্তে এবড়োখেবড়োভাবে উড়ে আসছে তেলাপোকাটা। তেলাপোকাটা একটু কাছে আসতেই ভাইয়া মারল এক ছক্কা! তেলাপোকা চলে গেল সীমানার বাইরে! আর আমি কম্বল থেকে বেরিয়ে নাচা শুরু করে দিলাম। দেখতে হবে না, কার ভাই ছক্কা (তেলাপোকা) মেরেছে? সেদিন থেকে আমি আর তেলাপোকা ভয় পাই না।