চেনা বন্ধুর অচেনা মুখ

অলংকরণ: সব্যসাচী চাকমা

প্রথম দিনে স্কুলে যাওয়ার পথে দেখা আরাফের সঙ্গে। ওকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছিল খুব। কিন্তু সামাজিক দূরত্বকে প্রাধান্য দিলাম। ওর সঙ্গে কথা বলতে বলতে গেলাম স্কুলে। অনেক বন্ধুর সঙ্গে দেখা হলো। ৫৪৪ দিন পর একটু আলাদা লাগছিল সবাইকেই। অনেকে তো আমাকে চিনতেই পারল না। সে জন্য অবশ্য মন খারাপ হয়নি; কারণ, আমিও অনেককে চিনতে পারিনি। এক বেঞ্চ পরপর বসতে বলা হয়েছিল আমাদের। তাই বন্ধুদের সঙ্গে ঠিক করে কথা বলতে পারিনি। ভেবেছিলাম স্কুল ছুটির পর স্কুলমাঠে খেলব। কিন্তু বৃষ্টির পানি আমাদের সব পরিকল্পনায় পানি ঢেলে দিল। তখন ভাবলাম, পরের ক্লাসে খেলব। মনে হলো, ‘ইশ্! যদি এবার আমি পঞ্চম শ্রেণিতে থাকতাম, তাহলে প্রতিদিন স্কুলে আসতে পারতাম।’

লেখক: সপ্তম শ্রেণি, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকা