চোখকে মুখ

অলংকরণ: রাকিব রাজ্জাক

একরাতে মা আমাকে ভাত খাওয়াচ্ছিল। বেশ মজা করেই খাচ্ছিলাম। এমন সময় কারেন্ট চলে গেল। অন্ধকার হয়ে গেল ঘর। তবু ভাত খাওয়াচ্ছিল মা। অন্ধকারে ভাত খাওয়াতে গিয়ে মা মুখ ভেবে আমার চোখের মধ্যে ভাত ঢুকিয়ে দিল। জোরে একটা চিত্কার দিলাম আমি। তখন বাবা আলো নিয়ে এল। মা বুঝতে পারল ব্যাপারটা কী। মা বলল, চোখে জল দাও। তারপর তা–ই করলাম। কিন্তু তারপরেও কেঁদে ফেললাম। কী একটা অবস্থা!

লেখক: শিক্ষার্থী, রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রংপুর