ছন্দে ছন্দে সিলেটের জানুয়ারির সভা

১৯ জানুয়ারি সিলেট কিআ বুক ক্লাবের নতুন বছরের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শুরু হয় বছরের প্রথম প্রকাশিত কিশোর আলোর রিভিউ দিয়ে। ক্লাবের এ মাসের নির্ধারিত বই ছিলো সুকুমার রায়ের পাগলা দাশু। নির্বাচিত সেরা রিভিউদাতা খাদিজা আক্তার সভায় বইটির সারাংশ পড়ে শোনায়। সভার মূল আকর্ষণ ছিলো ‘গল্পের ছন্দে ভুল ধরার খেলা’। মনযোগ দিয়ে শুনে শুনে গল্পের ফাঁকে ভুল খুঁজতে গিয়ে সদস্যরা ভীষণ আনন্দ উপভোগ করে, যেন কোনো ডিটেক্টিভ এজেন্সির গুরুত্বপূর্ণ মিশন!

পাশাপাশি সভায় নির্ধারিত লেখার বিষয় ছিল ‘যদি তোমাকে দুইদিনের জন্যে বিশ্বভ্রমণের সুযোগ দেওয়া হয়, তুমি কোন দেশ ভ্রমণ করবে এবং কেন?’। সেরা লেখক হিসেবে নির্বাচিত হয় প্রমি এবং বাক্য। নিজেদের লেখা পড়ে শোনায় তারা। এছাড়াও শীতকালীন পিঠাপুলি, বাংলার গ্রামে পৌষ সংক্রান্তি নিয়ে আড্ডা-আলোচনার মাধ্যমে শেষ হয় সিলেট কিআ বুক ক্লাবের সভা।

এছাড়াও এ মাসে সভার আয়োজন করে খুলনা কিআ বুক ক্লাব, নরসিংদী কিআ বুক ক্লাব, কুষ্টিয়া কিআ বুক ক্লাব, কুড়িগ্রাম কিআ বুক ক্লাব, পাঁচবিবি কিআ বুক ক্লাব, ভিকারুননিসা নূন কিআ বুক ক্লাব, চাঁদপুর কিআ বুক ক্লাব ও রংপুর কিআ বুক ক্লাবের সদস্যরা। কিশোর আলো বুক ক্লাবের প্রতিমাসের সভার বিস্তারিত খবর জানতে চোখ রাখো www.kishoralo.com-এ।

তোমার এলাকায় যদি কিশোর আলো বুক ক্লাবের কার্যক্রম চালু না থাকে তাহলে ক্লাব গঠন করতে পারবে এই লিংকের ফরমটি পূরণ করে।