ছোট হলদে ফুল

অলংকরণ: সব্যসাচী চাকমা

মাঠের মাঝখানে জন্মেছিল কিছু সুন্দর ছোট ছোট হলদে ফুল। সেগুলোর মধ্যে একটির নাম পলমা। বৃষ্টি খুব পছন্দ পলমার। বৃষ্টি হলে পলমা গান গায় আপনমনে। বর্ষা ও বসন্ত পলমার সবচেয়ে প্রিয় ঋতু। বসন্তে মাঠে পলমার মতো ছোট ছোট ফুলে মাঠ ভরে যায়। গ্রীষ্মকাল একদম পছন্দ নয় তার। এক গ্রীষ্মের সময়ে প্রখর রোদে পানির অভাবে অনেক গাছপালা মারা যেতে থাকে। পলমা যে মাঠে থাকে, সে মাঠে খরা দেখা দেয়। অসুস্থ হতে থাকে পলমার মা–বাবা ও বন্ধুরা। ধীরে ধীরে পানির অভাবে মারা যায় মাঠের অনেক গাছ। পলমা এমন পরিস্থিতি দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু হার মানেনি। সে জানত বৃষ্টি আসবেই। শেষ পর্যন্ত বৃষ্টি এল। আবার সবাই ফিরে পেল নতুন প্রাণ। পলমার মা–বাবাও সুস্থ হলো। ছোট হলদে ফুলটিও বড় হতে লাগল ধীরে ধীরে।

লেখক: দশম শ্রেণি, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, ঢাকা