ছোট্ট কুকুরছানা

১. প্রথমে এক পিঠ সাদা ও আরেক পিঠ হলুদ রঙে রঙিন একটি বর্গাকার কাগজ নাও। ডট লাইন বরাবর ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।

২. দুই পাশের ত্রিভুজাকার অংশ দুটি ডট লাইন বরাবর ভাঁজ করো।

৩. এবার নিচের ত্রিভুজাকার অংশটি এমনভাবে বরাবর ভাঁজ করো, যেন মাঝ লাইন বরাবর মিলে যায়।

৪. চিত্রের মতো ওপরের অংশটির তিন ভাগের এক ভাগ ত্রিভুজ বানিয়ে ভাঁজ করো।

৫. নিচের অর্ধেক কাগজটি এবার পেছনের দিকে ভাঁজ করো। তাতে ৬ নম্বর চিত্রের মতো পাবে।

৬. এখানে ডান পাশে কাগজের দুটি স্তর পাবে। স্তর দুটি ডট লাইন বরাবর মেলে ধরো ও চাপ দিয়ে ভাঁজ করে নাও। তাতে ৭ নম্বর চিত্রের মতো পাবে।

৭. দুই পাশের ত্রিভুজাকার অংশ দুটি ছোট্ট দুটি ডট লাইন বরাবর একটু নিচের দিকে ভাঁজ করো।

৮. এবার চোখমুখ এঁকে নাও। এই তো হয়ে গেল পিচ্চি কুকুরছানা।

‘ঘেউ ঘেউ’ করবে করুক, কইরো নাকো মানা। দাঁত ওঠেনি এখনো ওর, দেবে নাকো হানা!