জমজমাট রহস্য

মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস আগাথা ক্রিস্টির লেখা বিখ্যাত গোয়েন্দা গল্প। এই বইয়েই সর্বপ্রথম এরকুল পোয়ারোকে তাঁর অনন্য গোয়েন্দা চরিত্ররূপে তুলে ধরেন ক্রিস্টি। সর্বাধিক পরিচিত গোয়েন্দা চরিত্রের মধ্যে পোয়ারো অন্যতম। ক্রিস্টি তাঁর এই বইটিকে তিনটি খণ্ডে বিভক্ত করেছেন। ব্যবহার করেছেন তাঁর স্বভাবসুলভ দুর্দান্ত সংলাপ, চরিত্রায়ন। উপন্যাসটি লেখা হয়েছে ইস্তাম্বুল ও কালাইসের মধ্যে যোগাযোগকারী একটি ট্রেনে ঘটে যাওয়া এক খুন নিয়ে। র‌্যাচেট নামের এক ব্যাক্তি তাঁর কেবিনেই খুন হন নৃশংসভাবে। গভীর রাতে তুষারপাতের কারণে লাইনচ্যুত হয় ট্রেন। ট্রেনের ম্যানেজার বুকের অনুরোধে পোয়ারো নেমে পড়েন এই খুনের রহস্যভেদের অভিযানে। একে একে নানা সূত্র মোড় ঘুরিয়ে দিতে থাকে তদন্তের।

প্রত্যেকের দিকেই ঘুরে যেতে থাকে সন্দেহের তির। ধীরে ধীরে বেরিয়ে আসে এক নির্মম সত্য। মৃত র‌্যাচেটের আসল নাম র‌্যাচেট নয়। তবে কে সে? আবার তাঁর দেহের পাশে পাওয়া এইচ আদ্যক্ষরের রুমালটি কার? রাতে দেখা রহস্যময় কিমোনো মূর্তিটিই বা কে? কে আক্রমণ করছে ট্রেনের যাত্রীদের? কে-ই বা আসল খুনি? জানতে হলে পড়ে নাও আগাথা ক্রিস্টির কালজয়ী এই বইটি। পড়ার সময় নিশ্চিত জড়িয়ে যাবে রহস্যের জালে।

লেখক: শিক্ষার্থী, ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহ