জানালা

অলংকরণ: রাকিব রাজ্জাক

আমি থাকি নদীর পাড়ে ছোট্ট একটা ঘরে

সূর্যি মামার আলোর ছটা যেথায় এসে পড়ে

প্রতি রাতে চাঁদ মামা আমায় ডেকে বলে,

‘কী রে তোর টিপ কই, কপালে?’

আমার ঘরে আছে একটা বদ্ধ জানালা

খুললে সেটা দেখা যায় সব নদীনালা

বিকেল হলেই প্রজাপতি খেলতে আমায় ডাকে

তাই শুনে বলো কি আর পড়ায় মন থাকে?

মনের মাঝে উঠছে জেগে রঙিন আলপনা

অপূর্ণই রয়ে গেছে অনেক কল্পনা

তাই বলে কি দেখা সাজে স্বপ্ন বনেদি?

আমি যে এক বন্ধ ঘরে বদ্ধ কয়েদি।