জাপান-কাহিনি

জাপানিরা তাদের খাবারের কাঠি বা চপস্টিককে হাসি বলে। কাজেই বলা যেতেই পারে, জাপানিরা হাসি দিয়ে খায়।
আমরা যেমন মাছে-ভাতে বাঙালি, জাপানিরাও মাছে-ভাতে জাপানি। জাপানের সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার হচ্ছে সুশি, যার প্রধান উপকরণ মাছ-ভাত।
জনপ্রিয় কার্টুন ডোরেমন (জাপানি উচ্চারণ-দোরাএমোন) কিন্তু জাপানের একটি কার্টুন সিরিজ। এর লেখক ফুজিকো ফুজি।
‘অরিগ্যামি’ শব্দটির উৎপত্তিও জাপানেই। জাপানের আকিরা ইয়োশিজাওয়াকে আধুনিক অরিগ্যামির জনক বলা হয়। জানা যায়, তাঁর সবচেয়ে সময়সাপেক্ষ অরিগ্যামিটি ছিল একটি পতঙ্গের। প্রায় কুড়ি বছর চেষ্টার পর তিনি অবশেষে সেটি বানাতে পেরেছিলেন।
প্রতিবছর ১১ নভেম্বরকে জাপানে অরিগ্যামি দিবস হিসেবে পালন করা হয়। আমাদের দেশে অবশ্য এখনো এর প্রচলন নেই।
জাপানের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে সুমো। সুমো খেলোয়াড়দের সেখানে ‘হিরো’ বলে বিবেচনা করা হয়।

তথ্যসূত্র: বিভিন্ন বই ও ইন্টারনেট।