জীবনের সেরা অভিজ্ঞতা

স্কাউটিংয়ের মাধ্যমে অনেক ক্যাম্প করার সুযোগ হয়েছে আমার। তবে জাপানে অনুষ্ঠিত বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশ নেওয়ার অভিজ্ঞতাটাই ছিল সবচেয়ে সুন্দর। ২০১৫ সালের কথা। ২৮ জুলাই থেকে ৮ আগস্ট জাপানের ইয়ামাগুচি শহরে অনুষ্ঠিত হয় বিশ্ব স্কাউট জাম্বুরি। ১৫৫টি দেশ থেকে প্রায় ৩৩ হাজার ৬২৮ জন স্কাউট অংশগ্রহণ করে এই জাম্বুরিতে। আমি অংশ নিয়েছিলাম ‘অপারেশন কিরারা’-এর অংশ হিসেবে। এটি একটি স্পন্সরশিপ প্রোগ্রাম। আমিসহ আরও ৪ জন স্কাউট এবং ১ জন ইউনিট লিডার অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশ থেকে।

আমাদের সঙ্গে একই সাব ক্যাম্পে ছিল মালদ্বীপ, ফিলিপাইন, নেপাল, জাপান, পাকিস্তান, ভারত ও ফিজির প্রতিনিধিরা। বিভিন্ন দেশের মানুষের সঙ্গে মেশার অভিজ্ঞতা ছিল অসাধারণ। বিশেষ করে তাদের সংস্কৃতি সম্পর্কে জেনে খুব ভালো লাগছিল। আম্মু-আব্বুকে ছাড়া নিজ দেশের বাইরে ২০ দিন থাকতে হয়েছিল আমাদের। জাম্বুরিতেই যেন নতুন একটা পরিবার তৈরি হয়েছিল। এই অভিজ্ঞতাটাও অনন্য। সবচেয়ে মজার ব্যাপার ছিল নিজের দলকে নেতৃত্ব দেওয়া। সবাই ভেবেছিল দলের মধ্যে আমিই বয়সে সবচেয়ে বড়। কিন্তু আসলে সবচেয়ে ছোট সদস্য ছিলাম আমি। পরে এটা জানতে পেরে খুব অবাক হয়েছিল সবাই। মজার মজার সব চ্যালেঞ্জ, নতুন নতুন বন্ধু এই সবকিছু আমার জাম্বুরির দিনগুলোকে করেছে অনেক বেশি সুন্দর। এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা ছিল এই ক্যাম্প।

(কিশোর আলোর এপ্রিল ২০১৭ সংখ্যায় প্রকাশিত)