ঝাঁকি

অলংকরণ: সব্যসাচী চাকমা

বনভোজনে যাব দিনাজপুরের জিরো পয়েন্টে। অনেক দূরের পথ। রংপুরে গিয়ে আমাদের বাস নষ্ট হয়ে গেল। সবাইকে অন্যদের বাসে উঠিয়ে দিল, আমরা দাঁড়িয়ে যাচ্ছি। আমার বন্ধু আমার ঠিক সামনে। হঠাৎ বাসটা ঝাঁকি খেয়ে ওপরে উঠল। আমার বন্ধু চিৎকার করে বলল, ‘দিনাজপুর আইছি।’ আমি বললাম, ‘কেমনে বুঝলি?’ ও বলা শুরু করল, ‘দিনাজপুর সমুদ্র সমতল থেকে ৩৭.৫০ মিটার উঁচুতে।’ আমি বললাম, ‘আরে বোকা, বাসটা ব্রিজে ঝাঁকি খেয়েছে।

লেখক: শিক্ষার্থী, আমিনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সুন্দরগঞ্জ