টিভি দেখা, গাধার মুখের কথা এবং অন্যান্য

অলংকরণ : রেহনুমা প্রসূন
  • সেজান: মা, আমি কি একটু টিভি দেখতে পারি?
    মা: অবশ্যই টিভি দেখতে পারো, কিন্তু চালু না করে।

  • ট্রেন ফেল করে স্টেশনে বসে আছে স্বামী-স্ত্রী।
    স্বামী: আসার সময় তুমি যদি সাজগোজে এত দেরি না করতে, তাহলে এ ট্রেনটা মিস করতে হতো না।
    স্ত্রী: তুমিও যদি এ ট্রেনটা ধরার জন্য এত তাড়াহুড়ো না করে আসতে, তাহলে পরের ট্রেনের জন্য এতক্ষণ বসে থাকতে হতো না।

  • একদিন নাসিরউদ্দীন হোজ্জার কাছে একজন এসেছে। মোল্লা সাহেব, আপনার গাধাটাকে ধার দিন।
    হোজ্জা বললেন, আমার তো গাধা নেই।
    কী হয়েছে?
    মারা গেছে।
    এই সময় তার উঠানে তার গাধা ডেকে উঠল।
    পড়শি বলল, ওই যে গাধা ডেকে উঠল।
    হোজ্জা বললেন, আমি নিজের মুখে বললাম, সেটা বিশ্বাস করলেন না, আর আপনি একটা গাধার মুখের কথা বিশ্বাস করলেন। যান, আপনাকে গাধা দেব না।

  • এক মানসিক রোগী ডাক্তারের কাছে এলেন।
    : ডাক্তার সাহেব, সর্বনাশ হয়ে গেছে। কাল স্বপ্নের মধ্যে একটা ঘোড়া গিলে ফেলেছিলাম, সেটা এখন বেরিয়ে আসার চেষ্টা করছে। আপনি আমায় বাঁচান।
    ডাক্তার ইনজেকশন দিয়ে রোগীকে ঘুম পাড়িয়ে দিলেন। এরপর পাশের আস্তাবল থেকে একটা সাদা ঘোড়া এনে ঘরের সামনে বেঁধে রাখলেন।
    রোগীর ঘুম ভাঙার পর ডাক্তার বলেন, আর কোনো কষ্ট হবে না আপনার। ওই দেখেন অপারেশন করে পেট থেকে ঘোড়া বের করে ফেলেছি।
    রোগী হতাশ হয়ে বললেন, আমি তো একটা কালো ঘোড়া গিলেছিলাম।

  • শিক্ষক: তোমার এত দেরি হলো কেন?
    ছাত্র: ওই রাস্তাতে একজনের একটা পাঁচ শ টাকার নোট হারিয়ে গেছিল।
    শিক্ষক: আচ্ছা, তুমি তাকে টাকাটা খুঁজতে সাহায্য করছিলে?
    ছাত্র: না, আমি টাকাটার ওপর দাঁড়িয়ে ছিলাম।

  • মা ইঁদুর বাচ্চা ইঁদুরকে নিয়ে যাচ্ছে। হঠাৎ বিড়াল তাদের তাড়া করল। মা ইঁদুর চট করে পেছন ফিরে বাজখাই গলায় চেঁচিয়ে উঠল, ঘেউ! ঘেউ!
    বিড়াল পড়িমরি করে পালাল। তারপর মা ইঁদুর হেসে বলল, দেখলে তো একটা বিদেশি ভাষা জানা থাকলে কত লাভ!