টেবিলে বসে গান

অলংকরণ: জাহিন যাঈমাহ্‌ কবির

সময়টা ২০০৯ সাল। আমি তখন নার্সারিতে পড়তাম। দাদুবাড়ি বেড়াতে গেছিলাম। দাদু খুব ভালো গান গাইতেন। ওখানে দুটো হারমোনিয়াম ছিল। দাদু একটা আমাকে দিয়েছিলেন। অনেক পুরোনো হারমোনিয়াম। প্রায় ৫০-৫৫ বছরের পুরোনো তো হবেই! ওটাকে একটু মেরামত করে গান শেখা শুরু হলো। মায়ের কাছে সারেগামা গাইতাম। তারপর ভর্তি হলাম গানের স্কুলে। মিতালী সংগীত একাডেমি। সেখানে শিক্ষক মিতুল ভাইয়ার কাছে গান শিখতাম। সেবার ১৬ ডিসেম্বর আমাদের এখানে অনুষ্ঠান হয়েছিল। আমিও নাম লেখালাম। আর আমিই ছিলাম প্রতিযোগিতার সবচেয়ে খুদে প্রতিযোগী। এতটাই ছোট ছিলাম যে টেবিলে রাখা হারমোনিয়াম হাতে নাগাল পেতাম না। আমাকে টেবিলের ওপর বসিয়ে দেওয়া হতো। তারপর গান গাইলাম। মিতুল ভাইয়ার লেখা একটা দেশের গান, ‘লাল-সবুজের এই পতাকা ভালোবেসেছি’। গান গাওয়ার পর আমাকে কোলে নিয়ে সবার কত আদর। তারপর রেজাল্ট দিল। আমি হলাম দ্বিতীয়। আমার সে কী আনন্দ। পুরস্কার পেলাম। প্রথম পাওয়া পুরস্কার। ঠাকুরমার ঝুলির একটা বই। তারপর থেকে গান গাওয়া শুরু। কত কত প্রোগ্রামে গান গাইলাম। ছয় বছর কেটে গেল। এখনো গান গাওয়া চলছে। ভবিষ্যতেও আশা করি চলবে।