টোটো-পোটো দুনিয়ার সবকিছু খায়

টোটো-পোটো আমার খরগোশের নাম। তারা সারা দিন দৌড়াদৌড়ি করে, খেলা করে। এত দুষ্টু যে লাফ দিয়ে খাটে উঠে চুপ করে বসে থাকে। কোলে নিলে চুপচাপ আদর নেয়। মাঝেমধ্যে আলতো করে কামড় দেয়!! সবচেয়ে মজার কথা হলো এরা দুনিয়ার সবকিছু খায়! চা থেকে শুরু করে বিস্কুট, চকলেট, জুস, ভাত, মাছ, মাংস মানে যা দেওয়া হয় সবই। আর ওদের অনেক বাচ্চাও হয়েছে! বাচ্চাগুলো বড় হওয়ার পর কেউ যদি নিয়ে পালতে চায় তাহলে তাদের দিয়ে দিই।

আমি ওদের ভালোবাসি। কারণ, ওরা অনেক সুন্দর। কখনো মন খারাপ থাকলে ওদের কাণ্ড-কীর্তি দেখলে মন ভালো না হওয়ার উপায় নেই।

টোটো ছেলে, পোটো মেয়ে। দুজনকে কিনে আনার কয়েক দিন পর আবার একটা মেয়ে খরগোশ নিয়ে এসেছিলেন বাবা। ওই খরগোশটাকে যখন টোটোর কাছে ছেড়ে দেওয়া হয়েছিল তখন পোটো কাছে ছিল না। হঠাত্ করে দেখি পোটো কোথা থেকে জানি দৌড়ে এসে ওই মেয়ে খরগোশটাকে কামড় দেওয়া শুরু করেছে। আমি তো অবাক। পরে কোনোরকমে ওই খরগোশটাকে পোটোর কাছ থেকে উদ্ধার করলাম। তখন পোটো এমন একটা লুক দিল যে দেখে মনে হচ্ছিল সে বলছে, ‘খবরদার, আমার টোটো শুধু আমারই! আর কেউ ওর কাছে এলে খবর হয়ে যাবে!’ ওই ঘটনা মনে পড়লে এখনো হাসি পায়!

(কিশোর আলোর ডিসেম্বর ২০১৩ সংখ্যায় প্রকাশিত)