তথ্যপ্রযুক্তিতে কিশোরীর অংশগ্রহণ আরো দরকার

এখন চলছে করোনাকাল। ঘর থেকে বের হওয়ার উপায় নেই। এ রকমই এক সময়ে ২২ এপ্রিল পালিত হলো ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে অথবা ‘আর্ন্তজাতিক তথ্য প্রযুক্তিতে কিশোরী দিবস।’ এ উপলক্ষ্যে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নেয় তিন কিশোর ও যুব প্রতিনিধি। তারা হলো: কিশোর আলোর প্রদায়ক ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাফা জেরিন, সিএসআইডি-এর তুছাব্বের মুনতাহা ও ইয়েস বাংলাদেশের আসাদুজ্জামান আসাদ। তারা অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে দিবসটি ‘জাতীয় দিবস’ হিসেবে পালনের দাবি জানায়।

প্রতি বছর এপ্রিল মাসের চতুর্থ বৃহষ্পতিবার সারা বিশ্বে পালিত হয় এই দিবস। এ বছর ‘তথ্যপ্রযুক্তি খাতে কিশোরী ও যুব–নারীর অর্ন্তভুক্তি ত্বরান্বিতকরণ’ শিরোনামে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প ও গ্রামীণফোন। এতে সম্প্রচার সহযোগী ছিল প্রথম আলো ও কিশোর আলো।

দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের জন্য স্কুল পর্যায় থেকে মেয়েদের প্রযুক্তি বিষয়ে আগ্রহী করে তোলার ওপর বক্তরা জোর দেন।

প্রতি বছর এপ্রিল মাসের চতুর্থ বৃহষ্পতিবার সারা বিশ্বে পালিত হয় এই দিবস। এ বছর গ্রামীণফোনের সহযোগিতায় ‘তথ্যপ্রযুক্তি খাতে কিশোরী ও যুব–নারীর অর্ন্তভুক্তি ত্বরান্বিতকরণ’ শিরোনামে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, এক যুগ আগে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫৬ লাখ। এখন তা সাড়ে ১১ কোটি। এভাবেই এগিয়ে চলেছে বাংলাদেশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ উইমেন আইসিটি ফ্রন্টিয়ার ইনিশিয়েটিভ (ওয়াইফাই) প্রকল্পের আওতায় ৫০ হাজার উদ্যোক্তা তৈরি করছে। এসব উদ্যোগে বেসরকারী সংস্থাগুলো সম্পৃক্ত হলে মেয়েদের আরও এগিয়ে নেওয়া সম্ভব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস প্রকৌশল বিভাগের অধ্যাপক লাফিফা জামালের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো অংশ নেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অর্লা মারফি, গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভীর হোসেন, স্টার্টআপ বাংলাদেশের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবীন, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সভাপতি ওয়াহিদ শরিফ, ব্র্যাক সিনিয়র ডিরেক্টর কে এ এম মোর্শেদ।